শেষ হলো শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস

২৯ ডিসেম্বর, ২০২১ ২১:৩৭  
সারা দেশ থেকে ৩৫০ ক্ষুদে বিজ্ঞানীর অনলাইন সতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো অষ্টম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস  দুই দিনের এই কংগ্রেসে সব ধাপ পার হয়ে মোট ১৮৯টি গবেষণা নিয়ে অংশ নিয়েছে মোট ৩১৪জন শিক্ষার্থী। এর মধ্যে ১৬টি গবেষণা দলের ২৭ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে  জুম প্লাটফর্মে এই ফল ঘোষণা করা হয়। ভার্চুয়ালভাবেই বিজয়ী গবেষণাগুলোর মাঝে পুরষ্কার হিসেবে বণ্টন করে দেয়া হয় সর্বমোট পঞ্চাশ হাজার টাকা। এছাড়াও এসময় কংগ্রেসের সেরাদের মধ্যে পেপার অব দ্য কংগ্রেস এবং প্রোজেক্ট অব দ্য কংগ্রেস ঘোষণা করা হয়। অনলাইনে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল কাইয়ুম, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসিম মান্নান মোহাম্মাদী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুস্তাক ইবনে আইয়ূব এবং বিজ্ঞান কংগ্রেস ২০২১ এর আহ্বায়ক সৌমিত্র চক্রবর্তী। ভার্চুয়াল এই কংগ্রেসে ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে বিচারকদের পক্ষে মিশাল ইসলাম জানান, এবার ৭১২টি গবেষণা দলের ১০৭৮ জন অংশগ্রহণের জন্য আবেদন করেছিলো। সেখানে ৯০টি সায়েন্টিফিক পেপার, ৩৭টি পোস্টার, ৬২টি প্রজেক্ট উপস্থাপন করা হয়। বিজয়ীদের মধ্যে ৬৭ শতাংশই মেয়ে। আর ৫০ শতাংশ দলই পুরস্কৃত হয়েছে সায়েন্টিফিক পেপার উপস্থাপন করে।